বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণমামলায় চারজনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণমামলায় চারজনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ ফতুল্লায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৩ মে) নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ফারুক (২০), আমির (২২), ইলিয়াস (২৩) ও আলী (২১)। 

রায়ের বিষয়টি জানিয়েছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। এসময় তিনি জানান, ফতুল্লায় ১৩ বছরের এক শিশুকে সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলায় আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। 

২০০৫ সালের ৮ জুলাই রাতে ফতুল্লার পিঠালিপুল এলাকার রহমান টেক্সটাইল সংলগ্ন ওই শিশুটিকে একা পেয়ে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। পরে এ ঘটনার স্বাক্ষ্য প্রমাণে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।

টিএইচ